এই মুহূর্তে জেলা

“দিন থেকে রাত রবীন্দ্রনাথ”, রবীন্দ্র স্মরণে অনুষ্ঠান হাওড়ার শরৎ সদনে।

হাওড়া, ৯ মে:- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সোমবার ২৫ বৈশাখ হাওড়ার শরৎ সদনে “দিন থেকে রাত রবীন্দ্রনাথ” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে ওই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের সরকারের সমবায় মন্ত্রী অরূপ রায়। অরূপ রায় বলেন, ২০১২ সাল থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে।

মাঝে ২ বছর কোভিডের কারণে এই অনুষ্ঠান হয়নি। এবারের অনুষ্ঠানে মোট ৪৫১ জন শিল্পী অংশ নিয়েছেন। এরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। এদিন শিবাজি চট্টোপাধ্যায়, স্বপ্না ঘোষাল, দীপঙ্কর চট্টোপাধ্যায় সহ প্রথিতযশা শিল্পীরাও অংশ নেন।