হাওড়া, ৫ মে:- বুধবার রাতে মাইক বাজানোকে কেন্দ্র করে পাড়ার একটি ক্লাবে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার ডোমজুড়ের বানিয়ারা এলাকা। আহতদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানে দুষ্কৃতীরা হাসপাতালের পাশাপাশি অ্যাম্বুলেন্সেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরে ডোমজুড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রের খবর, রাত এগারোটা নাগাদ ডোমজুড়ের বানিয়ারাতে ঈদ উপলক্ষে স্থানীয় একটি ক্লাবে বক্সে গান-বাজনা চলছিল। প্রশাসনের পক্ষ থেকে রাত ১১টা পর্যন্ত মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়। অভিযোগ, সেই নির্দেশ না মেনে ওই ক্লাবের বেশ কিছু সদস্য রাত এগারোটার পরেও বক্স বাজালে ক্লাবের সভাপতি সহ বেশ কয়েকজন আপত্তি জানান।
তখনই বেশ কিছু যুবক সভাপতিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাকে আহত অবস্থায় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। এরপর হঠাৎ ডোমজুড়ের কিছু দুষ্কৃতী হাসপাতালে জড়ো হয়ে হামলা চালায়। তারা হাসপাতালের ঘরের দরজা ভেঙে ক্লাব সভাপতিকে বাইরে বের করে ফের বেধড়ক মারধর করে। বাধা দিলে আরও কয়েকজনকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার পর দুষ্কৃতীরা চম্পট দেয়। আহতদের মধ্যে একজনকে হাওড়া জেলা হাসপাতালে আনা হয়।