এই মুহূর্তে জেলা

পড়ুয়াদের নিয়ে রাস্তার ধসে আটকে গেল বাস, চাঞ্চল্য চুঁচুড়ায়।


হুগলি, ২১ আগস্ট:- স্কুল ছুটির পর বাড়ি ফিরবে বলে স্কুল বাসে উঠেছিল ছাত্ররা। বাস চলা শুরু হতেই হঠাৎ প্রচন্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেলো বাস, বাসের চাকা বসে গিয়ে বিপত্তি। অল্পের জন্য দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ব্যান্ডেল ডন বস্কো স্কুলের ৪০ জন পড়ুয়া।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ, পুরসভা, পূর্ত দপ্তর। তড়িঘড়ি পড়ুয়াদের বাস থেকে নামিয়ে অন্য বাসে তুলে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। জানা গেছে আজ বিকালে স্কুল ছুটির পর ৪০ জন পড়ুয়াকে নিয়ে শ্রীরামপুর যাবে বলে বাস ছাড়ে।স্কুলের গেট থেকে কিছুটা যাওয়ার পরই বাসের চাকা ফেঁসে যায় চুঁচুড়া বাঁশবেড়িয়া রোডে।

পড়ুয়াদের কেউ আহত হয়নি ঘটনায়। তবে হঠাৎ বাস ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যাওয়ায় তাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। পড়ুয়াদের নিরাপদে বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করা হয় বিকল্প বাসে। হুগলী চুঁচুড়া পুরসভার পূর্ত দপ্তরের পুত্র দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি বলেন, পূর্ত দপ্তরের রাস্তায় কে এম ডি এ প্রকল্পের কাজ চলছে। হাইড্রা গাড়ি দিয়ে বাসটিকে তোলা হবে। রাস্তা মেরামত করতে কেএমডিএর ঠিকাদার সারারাত কাজ করবে। রাস্তা খোড়ার পর মাটির আবিস ফেলে কিছু জায়গায় ভরাট করা হয়েছিল একটু বৃষ্টিতেই সেই জায়গা নরম হয়ে যায় ভারী বাস তার উপর দিয়ে যেতেই এই ঘটনা।