এই মুহূর্তে জেলা

বালিতে দুয়ারে সরকার ক্যাম্পে অসহায় মহিলার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল বন্ধু পুলিশ।

হাওড়া, ২৭ আগস্ট:- বালিতে দুয়ারে সরকার ক্যাম্পে অসহায় মহিলার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো বন্ধু পুলিশ। শুক্রবার সকালে হাওড়ার বালির শান্তিরাম বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্পে বালি থানার পুলিশের ওই মানবিক ছবি দেখা গেলো। এদিন বেলুড়ের করুণাপুকুরের বাসিন্দা এক মহিলা বালির ওই দুয়ারে সরকার ক্যাম্পে এসেছিলেন লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নিতে। বাড়ি থেকে তাঁর সঙ্গে বৌমা এলেও ক্যাম্পের ডিউটিতে থাকা পুলিশ কর্মীরা লক্ষ্য করেন প্রায় বছর পঞ্চাশের ওই মহিলা চোখে একদমই দেখতে পাননা। তাঁর সাহায্যের প্রয়োজন।তা দেখেই এগিয়ে আসেন বালি থানার পুলিশ কর্মীরা।

মহিলা পুলিশের কর্মীরা ওই মহিলাকে ভীড় থেকে সরিয়ে এনে দু’হাতে ভর দিয়ে তাঁকে ক্যাম্পে পৌঁছে দেন। এমনকি ফর্ম জমা করতেও সাহায্য করেন। এরপর একইভাবে গেট পর্যন্ত তাঁকে এগিয়ে দেন। দুয়ারে সরকারের ক্যাম্পে এসে পুলিশের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ইলা বন্দ্যোপাধ্যায় নামের ওই মহিলা। তিনি বলেন, “আমি হাওড়ার বেলুড়ের করুণাপুকুর থেকে বালির শান্তিরাম বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্পে এসেছি। লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নিতে এসেছি। আমার চোখের ক্ষীণদৃষ্টি। খুব অল্প দেখতে পাই। আমি মনে করি পশ্চিমবঙ্গের পুলিশ খুব হেল্পফুল। পুলিশ যেভাবে আমাকে দুয়ারে সরকার ক্যাম্পে পৌঁছাতে সাহায্য করলো তারজন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ।”