কলকাতা, ২৬ আগস্ট:- আসন্ন পুজোর মরশুমে বিদ্যুতের বাড়তি চাহিদার প্রেক্ষিতে যোগান যথাযথ রাখতে সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যের বিদ্যুত মন্ত্রী অরূপ বিশ্বাস আজ কোল ইন্ডিয়া, ডিভিসি সহ বিভিন্ন সংস্থার সঙ্গে পুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, পুজোর সময় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা যত হতে পারে সেই হিসাবেই সরবরাহ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত বছরের পুজোর সর্বোচ্চ চাহিদার তুলনায় প্রায় ১৭০০মেগা ওয়াট বেশি বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
সরবরাহ ব্যবস্থা তেও যাতে কোন ত্রুটি না থাকে সেদিকেও নজর রাখা হচ্ছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, পুজোর সমি বিদ্যুৎ বিভ্রাট আটকাতে সমস্ত মেরামতির কাজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে। পুজোর সময় সি ই এস সি এলাকায় ১৭০ টি মোবাইল ভ্যান টহল দেবে। রাজ্য বিদ্যুৎ সরবরাহ নিগম এলাকায় থাকবে ২৩০০ র বেশি মোবাইল ভ্যান। কোথাও বিদ্যুৎ বিভ্রাটের খবর পেলেই ওই ভ্যানে থাকা বিদ্যুৎ কর্মীরা দ্রুত মেরামতির ব্যবস্থা করবেন। পঞ্চমীর দিন থেকে বিদ্যুৎ দপ্তর ২৪ ঘণ্টা র বিশেষ হেল্প লাইন ও চালু করবে।