এই মুহূর্তে কলকাতা

আগামী মাসে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৬ আগস্ট:- আগামী মাসে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর আগামী মাসের প্রথম সপ্তাহে চারদিনের জন্য উত্তরবঙ্গ সফরে চললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, উত্তরকন্যায় থাকবেন তিনি এবং সেখান থেকেই ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে উত্তরবঙ্গ কে ভাগ করার দাবি জানিয়েছে বিজেপি, সেই নিয়ে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন কোনো মতেই বাংলাকে ভাগ করা হবে না। সেই নিয়েও একপ্রস্থ আলোচনা করতে পারেন। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির ফলে যে বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে তাও খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি করোনার সতর্কতা নিয়ে একটি বিশেষ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে সেপ্টেম্বর মাসেই উপনির্বাচন অনুষ্ঠিত হতে পারে রাজ্যে, তাকে মাথায় রেখে রণনীতি তৈরী করে আসবেন তিনি। যেহেতু বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে অত্যন্ত ভালো ফল করার পর এবার তিনি রীতিমতো কোমড় বেঁধে নামছেন ময়দানে যেখানে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ মুখ্যমন্ত্রী। তবে ক্ষমতায় ফেরার পর দুয়ারে সরকার প্রকল্প কতটা কার্যকর হয়েছে তা নিজেই এবার দেখতে চললেন মুখ্যমন্ত্রী এমনটাই খবর নবান্ন সূত্রে।