Uncategorized এই মুহূর্তে জেলা

ত্রিপুরায় মিথ্যা মামলা অভিষেকের বিরুদ্ধে। প্রতিবাদে ধর্নায় বসেছেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।


হাওড়া, ২৬ আগস্ট:- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের মিথ্যা মামলার প্রতিবাদে ধর্না ও অনশনে বসেছেন হাওড়ার শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের মিথ্যা মামলার প্রতিবাদেই তাদের এই দিবারাত্র কর্মসূচি। বৃহস্পতিবার দুপুর থেকে শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারির দলীয় কার্য্যালয়ের সামনে ইছাপুর ক্যানেল রোডে মঞ্চ বেঁধে ওই কর্মসূচি চলছে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি।

এই কর্মসূচির উদ্যোক্তা শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুপ্রভাত মশাট জানান, শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের মিথ্যে মামলার প্রতিবাদে চলছে এই অনশন ও ধর্না কর্মসূচি। উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারি, শিবপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দনকান্তি চক্রবর্তী, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মহেন্দ্র শর্মা, হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তুফান ঘোষ।