এই মুহূর্তে জেলা

বাঁকরার ছিনতাই এর ঘটনায় গ্রেপ্তার ২।


হাওড়া, ২৪ আগস্ট:- চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে প্রকাশ্য দিবালোকে হাওড়ার বাঁকড়ায় জনবহুল এলাকায় ছিনতাইয়ের ঘটনায় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে ডোমজুড় থানার পুলিশ। বাঁকড়া আউটপোস্ট তদন্ত কেন্দ্র ও ডোমজুড় থানার বিশেষ অভিযানে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই এদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গতকাল বাঁকড়ার ওই ছিনতাইয়ের ঘটনায় পাঁশকুড়া থেকে গ্রেফতার হয় গোলাম মোস্তাফা ওরফে ইনজামাম ও বাঁকড়া থেকে গ্রেফতার হন মুনতাজ। এই ঘটনায় মুনতাজ টিপারের কাজ করেছিলেন। ইনজামামের অপর সঙ্গীর খোঁজ চলছে। এখনও পর্যন্ত লুট হওয়া ৯ লক্ষ টাকার মধ্যে ৬ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের সাতদিনের পুলিশ রিমান্ড চেয়ে আজ কোর্টে তোলা হয়।