এই মুহূর্তে জেলা

পুজোর আগেই হাওড়ার রাস্তাঘাটের সংস্কার , জানালেন চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী।

হাওড়া, ১৯ আগস্ট:- হাওড়া পুরসভার অন্তর্গত ৮, ৯ এবং ৫০ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে জলমগ্ন অবস্থায় রয়েছে। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার ওই এলাকায় যান হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। সেখানে উপস্থিত ছিলেন পুর কমিশনার ধবল জৈন সহ উচ্চপদস্থ আধিকারিকরা। জলমগ্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। এদিন এই বিষয়ে পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী বলেন, এই এলাকায় জল জমা একটা ক্রনিক সমস্যা। একদিনে এই সমস্যা তৈরি হয়নি। প্রাথমিকভাবে চেষ্টা করা হচ্ছে এখানকার জল পাম্প করে অন্যত্র সরিয়ে দেওয়া। এতে মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতে পারবেন।

এই কাজ এখন অগ্রাধিকারের ভিত্তিতে করা হচ্ছে। এই মুহূর্তে রাস্তায় জল জমা এখানকার মানুষের মূল সমস্যা। এটা এই এলাকার গুরুতর সমস্যা। সেই সমস্যা থেকে মানুষকে মুক্ত করতে হবে। সেই কারণে পাম্পে করে জল বাইরে বার করে দেওয়া হচ্ছে এলাকা থেকে। পরবর্তীকালে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কি করে এই জল জমার সমস্যার স্থায়ী সমাধান করা যয়।মানুষের দুর্ভোগ কমানোর জন্য সর্বাধিক পাম্প চালিয়ে এই যন্ত্রণা থেকে মুক্ত করা হচ্ছে। এবারে বেশি বৃষ্টিপাতের কারণে রাস্তা সারাইয়ের কাজেও বেশ সমস্যা হচ্ছে। জল নেমে গেলেই পুরনিগম অতি গুরুত্ব দিয়ে পুজোর আগেই রাস্তাঘাট সংস্কারের কাজ করবে।