কলকাতা, ১৭ আগস্ট:- ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য ঋণ পেতে রাজ্য সরকার আজ থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ শুরু করেছে। প্রথম পর্যায়ে আজ রাজ্যের বিভিন্ন জেলার ১৭৩ জন পড়ুয়ার হাতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফে এই কার্ড তুলে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ৩৬ জন এবং দক্ষিণবঙ্গে ১৩৭ জন ছাত্র ছাত্রী রয়েছেন।
উত্তরবঙ্গের মালদায় সবচেয়ে বেশি এগারো জন এবং দক্ষিণবঙ্গের হুগলি জেলায় ৩৮ জন ছাত্র-ছাত্রীর হাতে কার্ড তুলে দেওয়া হয়। উল্লেখ্য এই কার্ড দিয়ে পড়াশোনার জন্য বছরে চার শতাংশ সুদে সমবায় ব্যাংকের মাধ্যমে তারা দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। সেইজন্যে রাজ্য সরকার গ্যারান্টার থাকবে। পনেরো বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে।