কলকাতা, ২৭ জুন:- রাজ্যের আইনসভার দ্বিতীয় কক্ষ বিধান পরিষদ গঠনের তোড়জোড় শুরু হয়েছে। এ জন্য রাজ্য বিধানসভার আসন্ন অধিবেশনে একটি বিল আনা হতে পারে। আগামী শুক্রবার থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনে বিধান পরিষদ গঠন সংক্রান্ত বিলটি পেশ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে বিধান পরিষদ গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের আইন সভার উচ্চ কক্ষ হিসেবে বিধান পরিষদ গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। এই পরেই এই সংক্রান্ত বিলটি প্রস্তুত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
নিয়ম অনুযায়ী রাজ্য বিধানসভায় এই বিলটি পাশ হওয়ার পর তা সংসদের দুই কক্ষে অনুমোদনের জন্য পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন লাভের পর রাষ্ট্রপতি স্বাক্ষর করলে তবেই আনুষ্ঠানিকভাবে বিধান পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু করা যাবে। প্রসঙ্গত, এক সময় এরাজ্যে বিধান পরিষদের অস্তিত্ব ছিল। তবে বাংলা কংগ্রেস এবং বামেদের যুক্তফ্রণ্ট সরকারের আমলে নতুন আইনে এনে তার অবলুপ্তি ঘটানো হয়। ১৯৬৯ সালের পয়লা অগস্ট পশ্চিমবঙ্গের বিধান পরিষদ ভেঙে দেওয়া হয়। রাজ্যসভার মতোই বিধান পরিষদেরও কার্যকাল ৬ বছর এবং প্রতি ২ বছর অন্তর এক তৃতীয়াংশ সদস্যের অবসর নেওয়া বিধেয়। সংসদের উচ্চকক্ষের মতোই অর্থ বিল ছাড়া যে কোনও বিল বিধান পরিষদে আনা যায়। বিধান পরিষদে নির্বাচিত হয়েও রাজ্য মন্ত্রিসভার সদস্য হওয়া যায়।