এই মুহূর্তে কলকাতা

ফের শ্রেষ্ঠত্বের শিরোপা রাজ্যের মাথায়।

কলকাতা, ৫ মে:- ফের শ্রেষ্ঠত্বের শিরোপা রাজ্যের মাথায়। এভার জাতীয় স্তরে চারটি আন্তর্জাতিক স্কচ পুরস্কার এল রাজ্যের ঝুলিতে। অনলাইন টিকিট বুকিং ব্যবস্থা,বাস ও ট্রাম ডিপোর জমি কাজে লাগানো,পরিবেশ বান্ধব ট্রামকে নয়া প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলার জন্য রাজ্যকে ২০২৩ সালের স্কচ সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্যের পরিবহন দফতর। এছাড়া রাজ্যের অগ্নি নির্বাপন দফতর অনলাইন পরিষেবা প্রদানের জন্য একটি স্কচ সিলভার পুরস্কার পেয়েছে। উল্লেখ্য, গত ২০২২ সালে শিল্প, শিক্ষা, বন ও পরিবেশ, পরিবহণ দফতর স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। ফের ২০২৩ সালে পরিবহণ দফতরের ঝুলিতে ‘রৌপ্য’। এই খবর পাওয়া মাত্র দফতরের সকল আধিকারিক ও কর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী।

পুরস্কারদাতাদের তরফে জানানো হয়েছে ট্রাম লাইব্রেরি, ট্রাম আর্ট গ্যালারি, রঙিন কোডেড ট্রাম মানচিত্র তৈরি, ট্রামে বিনামূল্যে ওয়াইফাই, কিউআর পেমেন্ট, ই টিকিটিংয়ের মতো নানা পদক্ষেপ কলকাতার ট্রামকে তরুণদের মধ্যে জনপ্রিয় করে তুলেছে। উল্লেখ করা হয়েছে কলকাতার ট্রামের ইতিহাসকে তুলে ধরতে ‘ট্রাম ওয়ার্ল্ড’ নামের মিউজিয়াম তৈরির কথা । পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ” আমাদের কাজ জাতীয় স্তরে স্বীকৃত হয়েছে এটা নিঃসন্দেহে বড় খবর। আরও নাগরিক কেন্দ্রিক নীতি ও প্রকল্প তৈরি করতে দফতর কঠোর পরিশ্রম করছে।এই পুরস্কার তাঁদেরই কাজের স্বীকৃতি। আমি বিভাগ এবং পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের সমস্ত কর্মীদের অভিনন্দন জানাই।