এই মুহূর্তে কলকাতা

পাহাড় সমস্যা মেটাতে ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে চলেছে কেন্দ্রীয় সরকার।

কলকাতা , ৭ আগস্ট:- পাহাড় নিয়ে দীর্ঘদিনের সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকার আরও এক দফায় ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সন্ধ্যায় জিএনএলএফ,গোর্খা জনমুক্তি মোর্চা সহ সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। আগামী মাসের প্রথম সপ্তাহে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বারোই আগস্ট এর মধ্যে পাহাড়ের সব রাজনৈতিক দল এবং রাজ্য সরকারকে চিঠি পাঠাবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তবে বৈঠকের আলোচ্যসূচি কী হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাহাড়ের গোর্খাল্যান্ড ইস্যুতে গত সাত অক্টোবর শেষবারের জন্য ত্রিপাক্ষিক বৈঠক ডাকলেও রাজ্য সরকার সেখানে অংশ না নেওয়ায় বৈঠক বাতিল হয়ে যায়।