এই মুহূর্তে কলকাতা

আধার বা স্বাস্থ্যসাথি না থাকলেও লক্ষ্মীর ভান্ডারের আবেদন জানানো যাবে।


কলকাতা, ১৯ নভেম্বর:- আধার কার্ড অথবা স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। চলতি দুয়ারে সরকার শিবির থেকে আধার বা স্বাস্থ্য সাথী না থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের কোনোও আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া যাবেনা বলে স্পষ্ট ভাবে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী।শনিবার জেলাশাসকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মর্মে নির্দেশ দিয়েছেন বলে খবর প্রশাসনিক সূত্রে। মুখ্যসচিব স্পষ্ট ভাবে জানিয়েছেন,আধারের নম্বর না থাকা বা আধার সংযোগ না থাকা কোনও প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কারণ হতে পারে না।

১ নভেম্বর থেকে রাজ্য জুড়ে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। প্রশাসনিক সূত্রে খবর এই শিবিরে অনেক মহিলারই আসছেন যাঁদের আধারকার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড নেই। সে কারণে তাঁদের আবেদন নেওয়া হচ্ছিল না বলে অভিযোগ।এই বিষয়টি প্রশাসনের সর্বোচ্চ স্তরেও পৌঁছায়। এরপরেই তড়িঘড়ি হস্তক্ষেপ করেন মুখ্যসচিব। তার স্পষ্ট নির্দেশ, দুয়ারে সরকারে এই ধরনের কোনও আবেদন এলে তা গ্রহণ করতে হবে। আাগামী যে কদিন দুয়ারে সরকারের ক্যাম্প চলবে ততদিন যেন এই ধরনের অভিযোগ না আসে তার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে মোট ২৭ ধরনের প্রকল্পের সুবিধা মিলবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে চলবে এই ক্যাম্প।