এই মুহূর্তে কলকাতা

রাজ্যের মাদ্রাসাগুলির শূন্যপদে তিন হাজার আটশো জন শিক্ষক নিয়োগের প্রস্তাব পাঠালো মাদ্রাসা শিক্ষা দপ্তর।

কলকাতা , ৫ আগস্ট:- সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর রাজ্যের মাদ্রাসাগুলিতে শূন্যপদে তিন হাজার আটশো জন শিক্ষক নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। অনুমতি পেলে রাজ্যের যে মোট ৬১৪টি মাদ্রাসা রয়েছে সেখানেই এই শিক্ষকদের নিয়োগ করা হবে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য ২০১৪ সালের পর থেকে রাজ্যে আর মাদ্রাসা শিক্ষক নিয়োগ করা হয়নি।

এই দিকে দপ্তরের মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানী জানিয়েছেন প্রথম পর্যায়ে মাদ্রাসাগুলোতে ২৮৭ জন প্রধান শিক্ষক, ১০৯ জন কর্মশিক্ষক এবং শরীরশিক্ষার ৮১ জন শিক্ষককে নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এইদিকে আগামী ১০ তারিখ থেকে রাজ্যে উচ্চ প্রাথমিকস্তরে জমা পড়া অভিযোগগুলোর শুনানি শুরু হবে বলে সংসদের তরফে জানানো হয়েছে।