হুগলি, ৮ ফেব্রুয়ারি:- সম্পত্তির ভাগ নেওয়ার দাবিতে মা কে কাটারির এলোপাতাড়ি কোপ ছেলের। ঘটনা টি হুগলির হরিপাল থানার নালিকুল এলাকার সাহাপুর গ্রামে। মৃত মায়ের নাম সুমিত্রা গরাঙ (52)। খুনের ঘটনায় পুলিশ ছেলে নিতাই গরাঙ কে গ্রেফতার করেছে। মৃতার বড় ছেলে গৌরাঙ্গ গরাঙ জানিয়েছে, বিষয় সম্পত্তি নিয়ে প্রায়শই বাড়িতে ছোট ভাই নিতাই অশান্তি করতো। সে মানসিক ভারসাম্যহীন ছিল।
আসপাশের মানুষের কথায় প্ররোচিত হয়ে আগেও অনেকবার অশান্তি করত বাড়িতে। এদিন দুপুরে অশান্তি চরমে ওঠে। মা প্রতিবাদ করতে গেলে কাটারি দিয়ে এলোপাতাড়ি কোপ মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় হরিপাল গ্রামীন হাসপাতালে আনা হলে চিকিৎসক রা মৃত বলে ঘোষণা করে। হরিপাল থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে গেছে।