আরামবাগ, ২৮ জুলাই:- একুশের নির্বাচনী ইস্তেহারে মহিলাদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহারে বাংলার মেয়েদের মাসিক টাকা দেওয়ার যেই প্রকল্প ঘোষণা করা হয়েছিল এবার সেই প্রকল্পই চালু হচ্ছে। নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে তা চালু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সেই মতো কাজ শুরু হয়েছে ব্লকে ব্লকে। আরামবাগ ব্লকে দুয়ারে সরকার কর্মসূচিতে এলাকার মানুষ নাম নতিভুক্ত করতে পারবেন।এই নিয়ে তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে প্রশাসন।
জানা গিয়েছে, ১৬ ই আগষ্ট থেকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হবে আরামবাগে। সেখানে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন। তফসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন মাসে ১০০০ টাকা। আর সাধারণ পরিবারের মহিলারা মাসিক ৫০০ টাকা পাবেন। স্বাস্থ্যসাথী কার্ড দেখালেই আবেদন করা যাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন। এই বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়া জানান,লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি একটা জনমুখী একটি প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি মানুষের খবর রাখেন। এলাকার মানুষের উন্নয়নের জন্য এই প্রকল্প চালু হচ্ছে। ইতিমধ্যেই বহু মানুষ পঞ্চায়েত সমিতিতে আসছেন। তাদের উদ্দেশ্য বলছি, আগামী ১৬ই আগস্ট দুয়ারে সরকার কর্মসূচিতে নাম নথিভুক্ত হবে।