এই মুহূর্তে কলকাতা

সরকারের কাজের বিষয়ে সংসদে উত্থাপিত প্রশ্নের জবাব দেবার ক্ষেত্রে দপ্তরগুলিকে সতর্ক করলো নবান্ন।

কলকাতা, ২২ জুলাই:- রাজ্য সরকারের কাজকর্ম সম্পর্কে সংসদে উত্থাপিত প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে দপ্তর গুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে দপ্তর গুলিকে ওই সব প্রশ্নের উত্তর দিতে হবে বলে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী নির্দেশ দিয়েছেন। সম্প্রতি সব দপ্তরের সচিবদের চিঠি দিয়ে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। ২০১৯ সালে এ ব্যাপারে একবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও কয়েকটি দপ্তর এর বিরুদ্ধে সংসদের পাঠানো প্রশ্নের জবাব সঠিকভাবে না পাঠানোর অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে দপ্তর গুলিকে নতুন করে সতর্ক করে দিয়ে লোকসভার পাঠানো প্রশ্নের জবাব নির্ধারিত সময়ের অনেক আগেই জরুরি ভিত্তিতে তৈরি করে ফেলে তার খসড়া মুখ্য সচিবের কাছে পাঠাতে বলা হয়েছে।

মুখ্য সচিব তা পরীক্ষা করে দেখার পরে ছাড়পত্র দিলে তবেই তা সংসদে আনুষ্ঠানিক জবাব হিসেবে পেশ করা যাবে। কোন কোন বিষয় প্রশ্নের উত্তর অনুমোদনের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করতে হবে। উল্লেখ্য সংসদের অধিবেশনে কোনও সাংসদ যে-বিষয়ে প্রশ্ন করবেন, তার উত্তর সংশ্লিষ্ট দফতরের কাছে জানতে চাওয়া হয়। লোকসভার পাঠানো নির্দিষ্ট বয়ান অনুযায়ী প্রশ্নের উত্তর তৈরি করে, মন্ত্রী ও সচিবের অনুমোদন নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে তা জবাব হিসেবে পাঠাতে হয়। এই বিষয়টিতে যাতে কোনো ফাঁকফোকর না থাকে তা দেখতেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে খবর।