এই মুহূর্তে জেলা

রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো খোলার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাস মালিকদের।


হুগলি, ১৭ জানুয়ারি:- অবিলম্বে নাইট কারফিউ, রাজ্যের পর্যটন কেন্দ্র গুলি খোলার দাবিতে অল বেঙ্গল টুরিস্ট বাস ওনার্স এসোসিয়েশনের সদস্যরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল। এদিন দুপুরে গুরাপ থানার বসিপুর এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর রাস্তা অবরোধ শুরু করে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে সংগঠনের সদস্যরা আসে, এই অবরোধ কর্মসূচিতে যোগ দিতে। খবর পেয়ে গুরাপ থানার পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়।

অবরোধের জেরে বেশ কিছুক্ষন যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ দুই বছর ধরে গাড়ির ট্যাক্স দিয়েও করোনা বিধিনিষেধ এর কারণে লাঠে ওঠে পরিবহন ব্যাবসা। আবার নতুন করে করোনার তৃতীয় ঢেউ আসতে, আবার বন্ধ হয়ে পড়েছে পর্যটন কেন্দ্রগুলি। বন্ধ হয়েছে টুরিস্ট বাস এর ভাড়া। ফলে, টান পড়েছে রুটি রুজি তে।