এই মুহূর্তে জেলা

আজ মাহেশে পুনর্যাত্রা উৎসব , সকাল থেকেই জগন্নাথ বন্দনায় মেতেছে ভক্তরা।

হুগলি, ২০ জুলাই:- মেঘলা আকাশ ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে দিয়ে মঙ্গলবার সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে মাহেশের জগন্নাথ দেবের পুনর্যাত্রা উৎসব। সকাল থেকে অগণিত ভক্ত মাহেশের মন্দিরে এসে প্রভু জগন্নাথ দেবের পুজো অর্চনায় অংশ নিয়েছেন। করোনার মহামারীর জন্য গত বারের ন্যায় এবারো মাহেশের রথের চাকা গড়ায়নি পথে, জগন্নাথ মন্দিরে অস্থায়ী মাসির বাড়ি করে সেখানেই আট দিন অবস্থান করছিলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আজ সকালে তাদের মহা প্রসাদ নিবেদন করে মন্দির চাতালে নিয়ে আসা হয়। এ ব্যাপারে জগন্নাথ মন্দিরের ট্রাস্টিবোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানালেন আজ বিকেল তিনটে নাগাদ মাসির বাড়িতে সোজা রথের দিন যে নারায়ন নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই আট দিন ধরে পূজো হয়েছে তাঁর।

আজ তাকে নিয়ে আসা হচ্ছে জগন্নাথ দেবের মূল মন্দিরে। যেহেতু কোভিড মহামারী চলছে যার জন্য এবারেরও রথ এবং উল্টো রথ বিধিনিষেধ মেনে মানা হচ্ছে। আজকে বিকেলেই জগন্নাথ বলরাম সুভদ্রা কে স্থাপন করা হবে মন্দিরের রত্ন বেদিতে। সারা বছর ধরে নিয়ম মেনে প্রভুর পূজা-অর্চনা হবে ।অন্যদিকে এদিন জগন্নাথ মন্দিরের উল্টোরথ উপলক্ষে প্রভুর দর্শনে আসেন চাঁপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন। ভক্তিভরে জগন্নাথ বলরাম সুভদ্রা কে পুজো দেন। পরে সাংবাদিকদের জানান যে ২০১৯ সালে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাহেশকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন তা আজ শেষের পথে। মনোরম সুন্দর ভাবে ভাবে সাজানো হয়েছে মন্দিরটিকে। এছাড়াও মন্দির সংলগ্ন এলাকাতেও সাজিয়ে তোলা হচ্ছে এবং পর্যটন মানচিত্রের আবার নতুন করে জায়গা পেতে চলেছে বলে অরিন্দম বাবু বলেন।