এই মুহূর্তে জেলা

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সচেতনতা শিবির জগন্নাথ মন্দিরে।

হুগলি, ১৮ জুলাই:- করোনার তৃতীয় ঢেউ এর মোকাবিলায় সচেতনতা শিবির হল শ্রীরামপুরের ২১ নম্বর ওয়ার্ডে। রবিবার সচেতনতা মূলক শিবিরে হাজির ছিলেন বিধায়ক চিকিতসক সুদীপ্ত রায়,পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় ও বিদায়ী কাউন্সিলর তিয়াশা মুখোপাধ্যায়।মাহেশ জগন্নাথ মন্দিরের সামনে করোনা সচেতনতা মূলক শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ্ত বলেন,অক্টোবর মাসে তৃতীয় ঢেউ আসবে। তাতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভবনা প্রবল। তাই এখন থেকেই আগাম সতর্কতা নিতে হবে। এ দিন রাজ্য সরকারের মাতৃস্নেহ প্রকল্প কর্মসূচির মাধ্যমে শতাধিক শিশুদের হাতে দুধ, বিস্কুট ও ফল মূল তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন ওয়ার্ড কো-অর্ডিনেটর তিয়াশা মুখোপাধ্যায়।