এই মুহূর্তে কলকাতা

দেবাঞ্জন কাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে , কোনো অনুষ্ঠানে যাবার আগে বিস্তারিত খোঁজখবর বাধ্যতামূলক , বিধায়কদের নির্দেশ দলের।

কলকাতা, ৫ জুলাই:- দল বা সরকারের ছাড়া অন্য কোনও অনুষ্ঠান বা কর্মসূচিতে যোগ দেওয়ার আগে তার সম্পর্কে বিস্তারিতভাবে খোঁজখবর নিতে তৃণমূল কংগ্রেস দল তার বিধায়কদের নির্দেশ দিয়েছে। রাজ্য বিধানসভার নওশর আলী কক্ষে আজ তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক বসে। মূলত নবনির্বাচিত বিধায়কদের পরিষদীয় রীতিনীতি সম্পর্কে অবহিত করতেই ওই বৈঠকের আয়োজন করা হয়। পাশাপাশি অন্যান্য সদস্যদেরও বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি বলেন,বিধায়কদের নিয়মিত অধিবেশনে যোগ দিতে এবং পুরো সময় উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া প্রশ্নোত্তর পর্বে নিয়মিত অংশ নেওয়া,

পরিষদীয় নিয়ম-কানুন জানতে বিধানসভার গ্রন্থাগার নিয়মিত ব্যবহার করা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়া সংবাদমাধ্যমে সমস্ত ব্যাপারে প্রতিক্রিয়া না দেওয়া, বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে সংযত আচরণ করার মত বিভিন্ন বিষয়ে দলীয় সদস্যদের সতর্ক করে দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ ও উপমুখ্য সচেতক তাপস রায় ওই বৈঠকে বিধায়কদের বিভিন্ন বিষয়ে নির্দেশ ও পরামর্শ দেন। তবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যাপারে দলীয় নেতৃত্তের বিধায়কদের প্রতি এই নির্দেশ সবথেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ভুয়া ভ্যাকসিন কাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী বিধায়কের ছবি প্রকাশ্যে আসায় তুমুল অস্বস্তিতে পড়েছে দল। বিরোধীরাও এই বিষয়টিকে হাতিয়ার করেই দল এবং সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। ভবিষ্যতে দেবাঞ্জন কাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতেই এই সর্তকতা বলে মনে করছে রাজনৈতিক মহল।