কলকাতা, ৩০ জুন:- বিধানসভা নির্বাচন পর্বে আদর্শ আচরণ বিধি জারি থাকার ফলে কয়েক মাস বন্ধ থাকার পর রাজ্যের সবুজ সাথী প্রকল্পে ছাত্র-ছাত্রীদের সাইকেল বিলি পুনরায় শুরু হচ্ছে।নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, সবুজ সাথী প্রকল্পে ইতিমধ্যে এক কোটি সাইকেল বিলি করা হয়েছে। ভোটের জন্য কিছুদিন ওই কাজ বন্ধ ছিল। আবার ১২ লক্ষ পড়ুয়াকে নভেম্বরের মধ্যেই সাইকেল বিলি করা হবে। ২০২০ সালে নবম শ্রেণীর ৩ লক্ষ ও ২০২১ সালের নবম শ্রেণীর ৯ লক্ষ ছাত্র ছাত্রীকে সাইকেল দেওয়া হবে। অন্যদিকে তরুণের স্বপ্ন প্রকল্পে ইতিমধ্যেই রাজ্যের ৮ লক্ষ ৭৬ হাজার দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীকে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,একাদশ শ্রেণিতে এখন যারা পড়ছে, তারা দ্বাদশ শ্রেণিতে উঠলে আরও প্রায় ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব কেনার টাকা দেওয়া হবে৷
Related Articles
ষষ্ঠ দফার ভোটে সকাল থেকেই শুরু অশান্তি , দমদমে পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ।
সোজাসাপটা ডেস্ক , ২২ এপ্রিল:- বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু আগেই উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বীজপুর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায়। কাঁচরাপাড়া ও হালিসহরে রাতভর বোমাবাজি হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এদিন সকালে কাঁচরাপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ড এলাকায় বুথের কাছে জমায়েত করেন তৃণমূল ও বিজেপি কর্মীরা। কিছুক্ষণের মধ্যে ২ পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে […]
প্রকাশ্যে গুলি ভাটপাড়ার আর্যসমাজ মোড়ে , উত্তেজনা।
বারাকপুর , ১৫ জুলাই: প্রকাশ্য দিবালোকে গুলি ভাটপাড়ার আর্যসমাজ মোড়ে। গুলিবিদ্ধ তৃনমূল যুব নেতা ধর্মেন্দ্র সিং ওরফে ধরুয়া বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিসাধীন। অভিযোগ, বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে ওকে লক্ষ্য করে গুলি করলে, মাথার পিছনে গুলি লেগে বেরিয়ে যায়। তৃনমূলের অভিযোগ, বিজেপির লোকজন একাজ করেছে। বিজেপির পাল্টা অভিযোগ, ওদের নিজেদের গন্ডগোলের জেরে এই […]
প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রীদের কথা বলতে না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ মমতার।
কলকাতা , ২০ মে:- প্রধানমন্ত্রীর ডাকা করোনা বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন ওই বৈঠকে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেও তাদের একটা কথাও বলতে দেওয়া হয়নি। তাদের পুতুলের মত বসিয়ে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে কয়েকজন জেলাশাসককে বলতে […]