এই মুহূর্তে কলকাতা

সবুজ সাথী প্রকল্পে পুনরায় ছাত্র ছাত্রীদের সাইকেল বিলি শুরু হবে , জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৩০ জুন:- বিধানসভা নির্বাচন পর্বে আদর্শ আচরণ বিধি জারি থাকার ফলে কয়েক মাস বন্ধ থাকার পর রাজ্যের সবুজ সাথী প্রকল্পে ছাত্র-ছাত্রীদের সাইকেল বিলি পুনরায় শুরু হচ্ছে।নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, সবুজ সাথী প্রকল্পে ইতিমধ্যে এক কোটি সাইকেল বিলি করা হয়েছে। ভোটের জন্য কিছুদিন ওই কাজ বন্ধ ছিল। আবার ১২ লক্ষ পড়ুয়াকে নভেম্বরের মধ্যেই সাইকেল বিলি করা হবে। ২০২০ সালে নবম শ্রেণীর ৩ লক্ষ ও ২০২১ সালের নবম শ্রেণীর ৯ লক্ষ ছাত্র ছাত্রীকে সাইকেল দেওয়া হবে। অন্যদিকে তরুণের স্বপ্ন প্রকল্পে ইতিমধ্যেই রাজ্যের ৮ লক্ষ ৭৬ হাজার দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীকে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,একাদশ শ্রেণিতে এখন যারা পড়ছে, তারা দ্বাদশ শ্রেণিতে উঠলে আরও প্রায় ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব কেনার টাকা দেওয়া হবে৷