কলকাতা, ৩০ জুন:- বিধানসভা নির্বাচন পর্বে আদর্শ আচরণ বিধি জারি থাকার ফলে কয়েক মাস বন্ধ থাকার পর রাজ্যের সবুজ সাথী প্রকল্পে ছাত্র-ছাত্রীদের সাইকেল বিলি পুনরায় শুরু হচ্ছে।নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, সবুজ সাথী প্রকল্পে ইতিমধ্যে এক কোটি সাইকেল বিলি করা হয়েছে। ভোটের জন্য কিছুদিন ওই কাজ বন্ধ ছিল। আবার ১২ লক্ষ পড়ুয়াকে নভেম্বরের মধ্যেই সাইকেল বিলি করা হবে। ২০২০ সালে নবম শ্রেণীর ৩ লক্ষ ও ২০২১ সালের নবম শ্রেণীর ৯ লক্ষ ছাত্র ছাত্রীকে সাইকেল দেওয়া হবে। অন্যদিকে তরুণের স্বপ্ন প্রকল্পে ইতিমধ্যেই রাজ্যের ৮ লক্ষ ৭৬ হাজার দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীকে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,একাদশ শ্রেণিতে এখন যারা পড়ছে, তারা দ্বাদশ শ্রেণিতে উঠলে আরও প্রায় ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব কেনার টাকা দেওয়া হবে৷
Related Articles
দুয়ারে রেশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী।
কলকাতা , ১৪ জুন:- রাজ্যে খাদ্যসাথী এবং দুয়ারে রেশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বৈঠকে বসছেন। নবান্ন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত ওই বৈঠকে সব জেলার জেলাশাসক এবং জেলা খাদ্য আধিকারিকেরা উপস্থিত থাকবেন। তৃণমূল কংগ্রেস সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুয়ারে রেশন প্রকল্প রাজ্যে কয়েকটি জায়গায় ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। আগামী দিনে […]
যানজট ও দুর্ঘটনা এড়াতে পূজোর আগে জরুরী ভিত্তিক রাস্তা মেরামতির নির্দেশ।
কলকাতা, ১৩ অক্টোবর:- পুজোর সময় যানজট ও দুর্ঘটনা এড়াতে পূর্ত দফতরের অধীনে থাকা রাস্তাগুলি জরুরি ভিত্তিতে মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের একাধিক এলাকায় টানা বৃষ্টির জেরে রাস্তা বেহাল হয়ে পড়েছে। এর জেরে যান চলাচলের সমস্যা তৈরি হচ্ছে, দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে পুলিশের তরফে পূর্ত দফতরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর প্রেক্ষিতে আজ নবান্নে আজ […]
বোনাসের দাবীতে ঘেরাও বিদ্যালয় পরিদর্শক। চাঞ্চল্য চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২৫ নভেম্বর:- বোনাসের দাবীতে বিদ্যালয় পরিদর্শককে ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু করেছে বিদ্যালয়ের কম্পিউটার ইন্সট্রাকটররা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়ায় অবস্থিত হুগলী জেলা শিক্ষা ভবনে। দুপুর সাড়ে ১২টা থেকে দফায় দফায় বিদ্যালয় পরিদর্শকের সাথে কথা হলেও বোনাসের প্রতিশ্রুতি না মেলায় বিকেল চারটে থেকে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের জেরে নিজের দপ্তরে আটকে রয়েছেন জেলা বিদ্যালয় […]