এই মুহূর্তে কলকাতা

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালতে মামলা দায়ের হওয়ায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৩০ জুন:- রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের আদালতে মামলা দায়ের হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একশ্রেণীর মানুষ দায়িত্বজ্ঞানহীন ভাবে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করতে এই নিয়োগ প্রক্রিয়া আটকে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। নবান্নে আজ এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,যে তালিকা কোর্ড বাদ দিয়েছিল, সেই তালিকার লোকই কেস করেছে। আর কত অপেক্ষা করবে ৩৫ হাজার ছাত্রছাত্রীরা? এখন কিছু কোর্ট বাবু হয়েছে।

এটা কিছু রাজনৈতিক নেতা হয়েছে। হিংসুটে। কাঁথি ব্যাঙ্কে চুরির বিরুদ্ধে অভ্যন্তরীণ অডিট হচ্ছে। রিট পিটিশন করে বসে আছে? এত ভয় কেন? আটকে দেওয়া যাতে তদন্ত না হয়। কাঁথি ব্যাঙ্কেও তদন্ত হবে। অর্থ দফতর তদন্ত করবে। দুর্নীত অভিযোগ এসেছে। কাঁথি ব্যাঙ্কে কত টাকা আছে দেখব না? ভূতদের তো বের করতে হবে। ভূতেদের মুখে সেজন্য রামনাম, হরিনাম চলছে। সব কিছুকে কেস করে বন্ধ করে দাও। কলকাতা হাইকোর্টকে সম্মান করি। সেই সম্মানটা যেন অক্ষুন্ন থাকে। তদন্ত হচ্ছে তো এই কারণে। ভূতেদের টাকা আছে। কার টাকা আছে বেনামে? খুঁজে বের করতে হবে না!