এই মুহূর্তে কলকাতা

আগামী তিন মাসের মধ্যে আধার ও ডিজিটাল রেশন কার্ডের লিঙ্ক এর কাজ শেষ করার সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ২৯ জুন:- সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত এক দেশ এক রেশন কার্ড প্রকল্প রূপায়িত করতে রাজ্য সরকার আগামী তিন মাসের মধ্যে আধার কার্ডের সঙ্গে ডিজিটাল রেশন কার্ডের লিঙ্ক এর কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে খাদ্য সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী আজ খাদ্য ভবন থেকে সব জেলার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই তিনি আগামী পয়লা জুলাই থেকে গ্রাহকদের বাড়িতে বাড়িতে গিয়ে এই কাজ করা হবে বলে জানিয়েছেন বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।

এই কাজের জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলাশাসকদের সংস্থার সঙ্গে সবসময় সহযোগিতা করার কথা বলা হয়েছে। এ ছাড়াও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও একইভাবে লিংকের কাজ করা হবে বলে তিনি জানিয়েছেন। দুয়ারে রেশন নিয়ে সরকার একটি গাইডলাইন প্রকাশ করবে বলেও খাদ্য সচিব জানান। উল্লেখ্য আগামী ৩১ শে জুলাই দেশজুড়ে এক দেশ এক রেশন কার্ড চালু করতে হবে বলে সুপ্রিমকোর্ট আজ পরিযায়ী শ্রমিক সংক্রান্ত একটি মামলায় নির্দেশ দিয়েছে।