এই মুহূর্তে জেলা

দীপাবলীর আগে মিলল বোনাস।

হাওড়া , ১৩ নভেম্বর:- দীপাবলীর আগেই সুখবর দাসনগরের আরতি কটন মিলের কর্মীদের। বন্ধ থাকা আরতি কটন মিলের শ্রমিকরা পুজোর বোনাস পেলেন। শুক্রবার কারখানার প্রায় ৪৫০ শ্রমিক ৭ হাজার টাকা করে এই বোনাস পেলেন। মিলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা জানান,তাঁরা উদ্যোগ নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অর্থ দফতরের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের এই বোনাস আদায় করে দিয়েছেন। লকডাউনের পর থেকে প্রায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দাসনগরের এই কটন মিল। শ্রমিকরা বকেয়া বেতনের কিছুটা অংশ পেলেও এখনও বাকি বেতন পাননি। গত ১৯ অক্টোবর মিল খোলার দাবিতে মিলের গেটের সামনে প্রায় ৪ ঘন্টা গণঅবস্থান করেছিলেন কারখানার শ্রমিকরা। সেই দাবিতে এখনও অনড় রয়েছেন তাঁরা।