এই মুহূর্তে জেলা

দিনেদুপুরে সবজি মার্কেটের মুটিয়ার উপর হামলা দুষ্কৃতীদের।


হাওড়া, ২৮ জুন:- হাওড়া স্টেশন সংলগ্ন সবজি মার্কেটে সবজি খালি করার পরে দুষ্কৃতীদের হামলা মুটিয়ার উপর। সোমবার দুপুরে ওই ঘটনা ঘটে। জানা গেছে, বেশ কয়েকজন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় এক মুটিয়ার উপর হামলা চালায়। পাথর দিয়ে মাথা ও মুখে আঘাত করা হয়। হাওড়া জেলা হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদিন অতর্কিতে হামলার পর দুষ্কৃতীরা টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। খবর পেয়েই ছুটে আসে ট্রাফিক পুলিশ। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়।