এই মুহূর্তে জেলা

অবশেষে মৃত ৩ হাঁসের ময়নাতদন্ত।


হুগলি, ২৪ জানুয়ারি:- হুগলি জেলা পরিষদের প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীর উদ্যোগেই ইতি বিশ্বাসের মৃত তিনটি হাসের ময়নাতদন্ত হলো। চুঁচুড়ার সিংহি বাগানের বাসিন্দা ইতি বিশ্বাস বাড়িতে দশটি হাঁস পুষে ছিলেন। গত শনিবার তার বাড়িতে বিষ মেখানো কিছু খাবার কেউ বা কারা ফেলে রেখেছিলেন। পরে সেই খাবার তিনটি হাঁস খেয়ে নেয়। রবিবার সেই তিনটি হাসের মৃত্যু হয়। এর পরেই ইতি বিশ্বাস তার পোষ্যদের কিভাবে মৃত্যু হল তার তদন্তের দাবি জানিয়ে চুঁচুড়া থানার দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেই দিন থেকে চুঁচুড়া থানা ও পশু হাসপাতালে বারংবার ঘুরেও কোন সুরাহা হয়নি।

সেই খবর প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী কানে গিয়ে পৌঁছায়। বুধবার সকালে ইতি তার তিনটি মৃত পোষ্যকে নিয়ে চুঁচুড়ার পশু হাসপাতালে উপস্থিত হয়েছিলেন। তখনই পশু হাসপাতালে উপস্থিত হন নির্মাল্য চক্রবর্তী। কর্মাধ্যক্ষকে সমস্ত বিষয়টি খুলে বলেন ইতি। এরপরেই নির্মাল্য চক্রবর্তী তার গাড়িতে করে ইতি কে সঙ্গে নিয়ে সোজা উপস্থিত হয় চুঁচুড়া থানায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য সমস্ত কাগজপত্র লিখিয়ে পুনরায় উপস্থিত হয় পশু হাসপাতালে। পরে পশু হাসপাতাল থেকে তিনটি মৃত হাসকে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য বেলগাছিয়ার কেন্দ্রীয় ফরেন্সিক ল্যার্ব্রেটরিতে।