এই মুহূর্তে কলকাতা

শতাধিকের বেশী করোনা সংক্রমনে সংক্রমিত থাকা জেলাগুলিকে নজরদারী বাড়ালো প্রশাসন।

কলকাতা, ২৬ জুন:- যে সব জেলায় করোনা সংক্রমণের মাত্রা এখনও ১০০–র বেশি সেই সব জেলায় কনটেনমেন্ট এবং মাইক্রো কনটেনমেন্ট জোনে নজরদারী বাড়ালো প্রশাসন। শুক্রবার এই সব জেলাগুলিকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব এইচকে দ্বিবেদী। ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ও অন্যান্যরা স্বাস্থ্যকর্তারা। মুখ্যসচিব জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন, প্রকৃত অর্থেই সংক্রমণ যাতে কমে তার জন্য প্রয়োজনে কড়া বিধি নিষেধও লাগু করা হোক। সেই সঙ্গে ওই সব এলাকায় টিকা করণের ওপর জোর দিতে হবে।

স্বাস্থ্য দপ্তর থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও কলকাতা পুরসভাকে নির্দেশিকা পাঠিয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, শহর ও শহরতলীতে মূলতঃ বস্তি এলাকায় টিকা করণের ওপর জোর দিতে হবে। আগামী ৭ দিনের মধ্যে যে সমস্ত সুপার স্প্রেডারদের টিকাকরণ শেষ করতে হবে। ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের মা–দের টিকা করণের ওপর জোর দিতে হবে এবং আলাদা করে পরিকল্পনা করে তাঁদের টিকা দেওয়া শুরু করে দিতে হবে। প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজ নেওয়ার সময় নির্দিষ্ট কর দিতে হবে। ওই সময়ে যাতে গ্রহিতারা দ্বিতীয় ডোজ পান তা নিশ্চিত করতে হবে।