এই মুহূর্তে কলকাতা

টিকার পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করলো স্বাস্থ্য দপ্তর।

কলকাতা, ২৬ জুন:- ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। রাজ্য প্রশাসনের সঙ্গে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি বেসরকারি টিকাকরণ শিবির নিয়ে মন্ত্রকের তরফে রাজ্যকে বাড়তি নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে। কোথাও টিকাকরণ কেন্দ্র খুলতে গেলে জেলা প্রশাসনের অনুমতি পেলে টিকাকরণ আধিকারিক এবং টিকা দেওয়ার পরে পার্শ্ব-প্রতিক্রিয়ার উপরে নজর রাখার জন্য স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করার নিয়ম থাকলেও তারপরেও কিভাবে ভুয়ো ভ্যাকসিনের ঘটনা ঘটলো মন্ত্রকের তরফ তা জানতে চাওয়ার পাশাপাশি এই ধরনের ঘটনায় যুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এইদিকে টিকাকরণ নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর গত সন্ধ্যায় একটি আদর্শ আচরণবিধি জারী করেছে। ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট অনলাইন পোর্টাল বা অ্যাপ এ আবশ্যিক ভাবে নাম নথিভুক্ত করতেই হবে বলে জানানো হয়েছে। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে স্বাস্থ্য দপ্তর দুটি কমিটি গঠন করেছে। ডা:তনিমা মণ্ডলের নেতৃত্বে দুই সদস্যের একটি কমিটি ছাড়াও টিকার পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখার জন্য ডঃ শান্তনু ত্রিপাঠীর নেতৃত্বে চার সদস্যের আরও একটি কমিটি গঠন করা হয়েছে। এখন থেকে বেসরকারি টিকাকরণ শিবিরের আয়োজন করতে গেলে আবশ্যিকভাবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে বলেও নবান্ন থেকে মৌখিকভাবে বিভিন্ন জেলার আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।