এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় প্রতারকের ফোনে সাড়া দিয়ে পঞ্চাশ হাজার টাকা খোয়ালেন প্রাক্তন পুলিশ কর্মী।


সুদীপ দাস, ২৫ জুন:- প্রযুক্তিকে হাতিয়ার করে যখন এটিএম থেকে পুরো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তখনও পুরনো ধাঁচে প্রতারকের ফোনে সাড়া দিয়ে প্রায় ৫০হাজার টাকা খোয়ালেন প্রাক্তন পুলিশ কর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া থানার কেওটা ২নম্বর কলোনির। প্রতারিও পুলিশ কর্মীর নাম নারায়ন চন্দ্র দত্ত। নারায়নবাবুর স্টেট ব্যাঙ্কের চুঁচুড়া শাখায় বই রয়েছে। গত বুধবার দুপুরে তাঁর কাছে একটি ফোন আসে। ব্যাঙ্ক থেকে বলছি বলে সেই প্রতারক কেওয়াইসি আপডেটের নামে এটিএম কার্ডের নাম্বার জেনে নেয়।

এরপর মোট চারবার নারায়নবাবুর মোবাইলে ওটিপি আসে। সবকটি ওটিপি জানিয়ে দিতেই পরপর চারবারে মোট ৪৯ হাজার ৩০০টাকা তুলে নেয় প্রতারক। ঘটনার পরই নারায়নবাবুর ছেলে সন্তু দত্ত বাড়িতে এসে বিষয়টি জানতে পেরেই ব্যাঙ্কে গিয়ে পাশ বই আপডেট করে টাকা উঠে যাওয়ার কথা জানতে পারে। এবিষয়ে চুঁচুড়া থানার অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ করেন সন্তু দত্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করলেও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।