এই মুহূর্তে জেলা

পুলিশের ‘ফিরে পাওয়া’ প্রকল্পে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ।

হাওড়া, ২৫ জুন:- বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে ফোনের আসল মালিকদের হাতে তুলে দিল হাওড়া সিটি পুলিশ। শুক্রবার দুপুরে হাওড়ার মালিপাঁচঘড়া থানার উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এরকম প্রায় ত্রিশটি মোবাইল ফোন আসল মাকিকদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং, এসিপি নর্থ নাগরাজ দেভেরাকান্দা, মালিপাঁচঘড়া থানার আইসি অমিত কুমার মিত্র সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। ডিসি নর্থ অনুপম সিং বলেন, “গত ৬ মাসে আমরা প্রায় শতাধিক হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছি।

হাওড়া সিটি পুলিশ উদ্যোগ নিয়েছে হাওড়া সিটি পুলিশ কমিশনারেট এলাকায় কারও মোবাইল ফোন হারিয়ে গেলে থানা অনুযায়ী স্পেশাল ইউনিট যদি সেই মোবাইল উদ্ধার করে সেই মোবাইলের মালিককে ডেকে সেই মোবাইলের স্বপক্ষে বিভিন্ন নথি পরীক্ষা করে ফেরত দেওয়া হবে। এই উদ্যোগে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন মালিপাঁচঘড়া থেকে তার মালিকের কাছে আজ ফিরিয়ে দেওয়া হলো।”