আরামবাগ, ২৫ জুন: সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে একপ্রকার বাধ্য হয়েই সরকারি দপ্তরের সামনে ধর্নায় বসলেন বিশেষ চাহিদা সম্পর্ন এক ব্যক্তি। তৃনমুল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বিডিও দ্বারস্থ হন। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগ মহকুমা গোঘাট এক নম্বর বিডিও অফিসে।প্রতিবন্ধী ওই ব্যাক্তির নাম সেখ শাহজাহান খান। বাড়ি গোঘাট এক নম্বর ব্লকের ছিলামপুর এলাকায়। দীর্ঘ কয়েক ঘন্টা ধর্না দেওয়ার পর স্থানীয় বিডিওর হস্তক্ষেপ তিনি ধর্না তুলে নেন। এই প্রতিবন্ধী সেখ শাহজাহান খানের অভিযোগ বিভিন্ন সরকারি অনুদান থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। ৮০% প্রতিবন্ধী হওয়া সত্বেও তিনি তৃনমুল দলের নেতাদের দ্বারা বঞ্চিত হয়েছে বলে অভিযোগ। বার বার স্থানীয় তৃনমুল নেতাদের তার সমস্যার কথা জানালেও কর্নপাত করেনি তৃনমুল নেতারা।খাদ্য শস্য থেকে শুরু করে সরকারি অন্যান্য পরিসেবা দেওয়া হয়নি।দীর্ঘদিন ধরে সমস্যা সমাধান না হওয়ায় অবশেষে বিডিওর কাছে তার দাবি নিয়ে ধরনায় বসেন। এই ঘটনায় এলাকায় নিন্দার ঝড় ওঠে তখনই শাসক দল তৃনমুল অস্বস্তিতে পড়ে।
এই বিষয়ে গোঘাট এক নম্বর ব্লকের তৃনমুল সভাপতি নারায়ন চন্দ্র পাঁজা জানান, বিষয়টা খোঁজ নিয়ে দেখছি। কি অসুবিধা হয়েছে। অসুবিধাটা সমাধান করার চেষ্টা করছি। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত প্রধান উত্তর মুদি জানায়, প্রধানের বদনাম করার জন্য এই সব করা হচ্ছে। আমার যতটা ক্ষমতা তার মধ্যে থেকে ওনার অসুবিধা দুর করবো। হয়তো সময় লাগবে।উনি ফোন করলেই আমি ফোন ধরে সমাধানের চেষ্টা করি। কিন্তু প্রতিবন্ধী শাহজাহান জানায়, তৃনমুল নেতাদের বার বার বলার পরেও কাজ হয়নি। আমি তিনটি দাবী নিয়ে বিডিও অফিসে এসেছি। প্রথম আমরা অন্তরদয় কার্ড আবারও কার্যকর করতে হবে, দ্বিতীয়য়ত ব্যাটারী চালিত একটি ট্রাইসাইকেলের ব্যবস্থা করতে হবে এবং তৃতীয়ত সরকারি প্রকল্পের অধীনে থাকা পর্যাপ্ত খাদ্যশস্যের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তিনি অভিযোগের সুরে জানান, এলাকার ধনী ব্যক্তিরা চাল, ডাল, গম, চিনি ও ছোলা পাচ্ছে অথচ প্রতিবন্ধী মানুষ হওয়া সত্ত্বেও তিনি নাকি পাচ্ছেন না। তৃনমুলের সক্রিয় কর্মী হওয়া সত্ত্বেও তাকে নাকি তৃনমুল নেতারাই বঞ্চিত করে রেখেছে বলে অভিযোগ করেন। যদিও এদিন গোঘাট এক নম্বর ব্লকের বিডিওর হস্তক্ষেপে ধর্না তুলে নেন। এই বিষয়ে স্থানীয় বিডিও সুরশ্রী পাল জানান, প্রতিবন্ধী একজন মানুষের কিছু সমস্যা ছিলো। ওনাকে খাদ্য শস্য দেওয়া হয়েছে। একটা আবেদন পত্র দিয়ে গেছেন। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা হবে। সবমিলিয়ে সরকারি পরিসেবা পেতে একজন প্রতিবন্ধী মানুষকে বিডিও অফিসের সামনে ধর্না দেওয়ার ঘটনায় নিন্দার ঝড় জেলা জুড়ে।