কলকাতা, ২৪ জুন:- রাজ্য সরকার রেশনে নিম্নমানের খাদ্য সামগ্রী বন্টনের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। একটি তদন্তকারী দল গঠন করে অভিযোগের যথাযথ তদন্ত করার পর দু সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খাদ্য দপ্তরকে নির্দেশ দিয়েছেন। রাজ্যের কুড়ি হাজারের বেশি রেশন দোকানের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে এই রিপোর্ট প্রস্তুত করতে বলা হয়েছে।
উল্লেখ্য সম্প্রতি উত্তর ২৪ পরগনার প্রায় কুড়িটি রেশন দোকানের বিরুদ্ধে গ্রাহকদের নিম্নমানের চাল এবং ডাল সরবরাহ করার অভিযোগ উঠেছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় বেশ কিছু জায়গা থেকে রেশনের খাদ্যসামগ্রীর কালোবাজারি, ভুয়ো রেশন কার্ড ব্যবহার করে বরাদ্দ চুরি করার মতো অভিযোগ উঠেছে। স্থানীয় বিধায়ক মারফত ওই অভিযোগ খাদ্য দপ্তর হয়ে মুখ্য সচিবের কাছে পৌঁছায়। এর পরেই মুখ্যমন্ত্রী খাদ্য দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট তলব করেন।