এই মুহূর্তে জেলা

বীরভূম সফরে মুখ্যমন্ত্রী আসার আগে অসস্তিতে তৃণমূল নেতৃত্বে।

বীরভূম, ২২ জানুয়ারি:- বীরভূম জেলা জুড়ে চলছে “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচী। আর লাগাতার বিক্ষোভের মুখে পড়ছে “দিদির দূত”রা। এ নিয়ে দ্বিতীয় বার বীরভূম লোকসভার কেন্দ্রর তৃণমূল সাংসদ শত্বাদী রায় গ্রামবাসিন্দাদের ক্ষোভের মুখে। এদিন মহন্মদবাজার ইচ্ছলাইপুরে দিদির সুরক্ষা কবচ যান শত্বাদী রায়।আর সাংসদের গাড়ি ঘীরে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। পানীয় জলের সমস্যা নিয়ে ক্ষোভ প্রাকাশ ও অভিযোগ জানাতে শুরু বিক্ষোভ প্রর্দশনের মধ্য দিয়ে। কিন্তু চিত্র উল্টে উঠে আসে গাড়ি থেকে নামলেন না MP শত্বাদী রায়।

এছাড়াও গ্রামের মানুষ জন যখন সমস্যার কথা বলতে গেলেও। স্থানীয় তৃণমূল নেতা ষস্টী মন্ডল অভিযোগ জানাতে বারণ করে। এমনটাই জানিয়েছে ইচ্ছালাইপুরের এক মহিলা। বীরভূম জেলার রামপুরহাট হাঁসন বিধানসভাতে বিক্ষোভের সন্মুখীন হয়েছিল শত্বাদী রায়। এমনকী ওই দিন কর্মীর দের বাড়িতে খাবার খাওয়া আর না খাওয়া কে বির্তকের মুখে পড়েছিল বাম-বিজেপি বিরোধের কাছে। আজ আবার বিক্ষোভের সন্মুখীন হলেন তৃণমূল সাংসদ “দিদির দূত” শত্বাদী রায়। বীরভূম থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট।