এই মুহূর্তে কলকাতা

রাজবংশী ভাষা একাডেমি পাঁচ হাজারের বেশি শব্দ সমন্বিত দ্বিতীয় সংস্করণ প্রকাশের উদ্যোগ নিয়েছে।


কলকাতা, ১২ জুন:- রাজবংশী ভাষার প্রসারের উদ্দেশ্যে রাজ্য সরকারের তৈরি রাজবংশী ভাষা একাডেমি সংশ্লিষ্ট ভাষার একটি অভিধান প্রকাশ করতে চলেছে। এই অভিধান প্রকাশিত হলে উত্তরবঙ্গের জনসংখ্যার ৫৪ শতাংশ রাজবংশী সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন বলে রাজবংশী ভাষা একাডেমীর সভাপতি বংশী বদন বর্মন জানিয়েছেন। তিনি বলেন গত বছর প্রথম পরীক্ষামূলক ভাবে এই অভিধান প্রকাশ করা হয়। এবার রাজবংশী ভাষার ৫ হাজারের বেশি শব্দ সমন্বিত দ্বিতীয় সংস্করণ প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই অভিধনে বাংলা হরফে লিখিত প্রতিটি রাজবংশী শব্দের বাংলা এবং ইংরেজি অর্থ লেখা থাকবে।

৫০ জন রাজবংশী ভাষাবিদের সহায়তায় এই অভিধানটি প্রস্তুত করা হয়েছে। যাদের মধ্যে বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষকরা ও রয়েছেন। বংশী বদন বাবু জানিয়েছেন স্কুল এবং কলেজ ছাত্রদের মধ্যে বন্টন করার পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিটি গ্রন্থাগারেও যাতে এই অভিধান এর কপি রাখা হয় তার উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজবংশী ভাষায় একাডেমির জন্য পাঁচ কোটি এবং রাজবংশী উন্নয়ন এবং সাংস্কৃতিক পর্ষদ এর জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন।