কলকাতা, ১২ জুন:- রাজ্যে কেবল টেলিভিশন শিল্পের কর্মীদের করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করতে রাজ্য সরকার আজ সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থা গুলির সঙ্গে বৈঠকে বসছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সহ স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকেরা আজ রাজ্যের ছটি বৃহৎ মাল্টি সিস্টেম অপারেটর সংস্থার সঙ্গে বৈঠকে বসবেন। রাজ্যে প্রায় এক লক্ষ আশি হাজার কেবল অপারেটর রয়েছেন।
সরাসরি প্রায় ৫০ হাজার মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাজের সূত্রে বহু লোকের সংস্পর্শে আসেন এরকম ক্ষেত্রের মানুষদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনা টিকা দেওয়ার নির্দেশ দেন। এই তালিকায় বাস কন্ডাক্টর ড্রাইভার হকারদের পাশাপাশি কেবেল পরিষেবার কর্মীরাও রয়েছেন।প্রশাসনিক সূত্রে জানা গেছে এতদিন স্থানীয়ভাবে কেবল অপারেটরদের তরফ হয় তাদের কর্মীদের টিকা দেওয়ার উদ্যোগ নে ওয়া হলেও সার্বিকভাবে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।