এই মুহূর্তে কলকাতা

আইনি টানাপোড়নের মধ্যেই শিক্ষক বদলির পদক্ষেপ, শিক্ষা দপ্তরের।

কলকাতা, ১৮ আগস্ট:- আইনি টানাপোড়েনের মধ্যেই শিক্ষক বদলি নিয়ে পদক্ষেপ করল রাজ্যের শিক্ষা দফতর। আপাতত ৪৯৩ জন স্কুল শিক্ষকের বদলি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে দফতরের তরফে। বদলি তালিকায় নাম ছিল ৬০৫ জনের। তাঁদের মধ্যে আবেদনের ভিত্তিতে দফতরের বিশেষ বিবেচনায় বাদ গিয়েছে ১১২ জনের নাম। তাই বাকিদের বদলি হচ্ছেই। দফতরের নির্দেশের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিক্ষকদের বদলির অর্ডার গ্রহণ করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

রাজ্যের স্কুল শিক্ষকদের বদলির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষকর্মী সমিতি। মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওঠে। তাতে বদলিতে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। তাতে উৎসাহিত হয়েই বদলি কার্যকরে পদক্ষেপ শুরু করেছে দফতর। তবে, মানবিকতার খাতিরে কিছু আবেদন খতিয়ে দেখার পরে ১১২ জনকে বদলি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকিদের ২২ আগস্ট পর্ষদে নথিসহ এসে ভেরিফিকেশনের পরে বদলির অর্ডার নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন আবার আদালতে সুবিধা করতে না পেরে এই অর্ডারের বিরোধিতা শুরু করেছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষকর্মী সমিতি।