এই মুহূর্তে জেলা

তৃনমৃল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত তারকেশ্বর।

সুদীপ দাস , ৬ জুন:- তৃনমৃল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত তারকেশ্বর দত্তপুর এলাকা। উভয় পক্ষের আহত 4। আহতদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়া হয়। একজনের অবস্থা গুরুতর।তবে বিজেপি কর্মীর উপর আক্রমণের জন্য রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে দায়ী বলে মনে করেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গনেশ চক্রবর্তী।জানা গেছে আজ সকালে তারকেশ্বর দওপুর এলাকায় বিজেপি কর্মীর বাড়ির বাউন্ডারি দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ওই এলাকার স্কুল শিক্ষক কাঞ্চন চক্রবর্তীর সাথে বিজেপি কর্মী বিশ্বজিৎ কর্মকারের সাথে এরপরই দুই পক্ষের হাতাহাতি শুরু হয়। বিজেপি কর্মী বিশ্বজিৎ কর্মকারের অভিযোগ তাকে এবং তার বাবা-মাকে বেধড়ক মারধর করে তৃনমৃল কমীরা।

ঘটনায় আহত হয় বিজেপি কর্মী এবং তার বাবা হরিপদ কর্মকার। অন্য দিকে তৃণমূলের বুথ সভাপতি পলাশ লহা তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বিকার করে জানিয়েছেন দুই পক্ষের মধ্যে অশান্তি থামাতে গেলে উল্টে তৃণমূল কর্মীদের মারধর করে বিজেপি কর্মীরা। তাদের দুজন তৃনমূল কর্মী আহত হয় বিজেপির কোনো ঘটনাই তৃণমূল জড়িত নয়। গতকাল আরামবাগে বিজেপির দলীয় বৈঠকে কর্মীরা অভিযোগ জানাতে গেলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা বিজেপি করছেন কেন তৃণমূলে চলে যান আর এই মন্তব্যের কারণে দত্তপুরে বিজেপি কর্মীর উপর তৃণমূলের আক্রমণ বলে দাবি বিজেপি নেতা গণেশ চক্রবর্তী। তিনি আরো দাবি করেন এলাকা শান্ত ছিল কিন্তু রাজ্য সভাপতি এই মন্তব্যের কারণে আবার অশান্ত হয়ে উঠেছে এলাকায়।