এই মুহূর্তে জেলা

দুঃস্থ মানুষের সেবায় রিষড়া ১৭ নম্বর ওয়ার্ডে চালু হলো মমতার রান্নাঘর।

তরুণ মুখোপাধ্যায়,, ৬ জুন:- বর্তমান অতিমারির সময়ে রবিবার রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডে এলাকার দুস্থ মানুষদের জন্য চালু করা হলো মমতার রান্নাঘর প্রকল্পের।পুর কো অর্ডিনেটরে শুভজিত সরকারের একান্ত উদ্যোগে এই রান্নাঘরের শুভ উদ্বোধন করলেন রিষড়া পুর সভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র। তিনি জানান আমাদের মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তৃণমূল কর্মীদের কাছে, এই মহামারী সময়ে রাজ্যের কোন দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকেন। তার নির্দেশ মত বাংলা জুড়ে সেই কাজ করে চলেছি আমরা। এ প্রসঙ্গে কো অর্ডিনেটরে শুভজিত সরকার জানান যতদিন কার্যত লকডাউন চলবে তত দিন আমরা একশো থেকে দেড়শো গরীব মানুষদের জন্য দুপুরের আহারেরও ব্যাবস্থা জারি থাকবে। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন পুর কো অর্ডিনেটরে মনোজ গোস্বামী, সমীরণ বসু, পৌলমি চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।