এই মুহূর্তে জেলা

রিষড়ায় গ্রীন ভলান্টিয়ার ও রিষড়া পৌরসভার যৌথ বিকল্প নার্সিং পরিষেবা।

হুগলি , ৫ জুন:- করোনা সংক্রমণের মোকাবিলায় প্রতিনিয়ত চাপ বাড়ছে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে। দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্তদের মধ্যে শ্বাসকষ্টের উপসর্গ মাথাচারা দিতেই অক্সিজেনের হাহাকার দেখা দেয় হাসপাতাল ও বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র গুলিতে।অনেক ক্ষেত্রে রোগী বাড়িতে থেকে অক্সিজেন পরিষেবা নিয়ে সুস্থ্য হলেও প্রশিক্ষণ না থাকায় অক্সিজেন পরিষেবা ও পার্লস অক্সিমিটার নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছে আক্রান্তের পরিবার। পরিস্থিতি মোকাবিলায় রিষড়া কোভিড ক্লাব গ্রীন ভলান্টিয়ারস ও রিষড়া পুরসভার যৌথ উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার প্রশিক্ষিত তরুণ তরুণীদের কোভিড মোকাবিলায় রাস্তায় নামাল।

কর্মসূচির সূচনা করেন রিষড়া পুরসভার পুরপ্রশাসক বিজয় মিশ্র ও রিষড়া কোভিড ক্লাব গ্রীন ভলান্টিয়ারসের উদ্যোক্তা সমীরণ বসু। প্রায় ২১ জনকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ দিয়ে করোনা মোকাবিলায় নামানো হয়। সমীরণ বসু বলেন,করোনা মোকাবিলায় আমরা সচেতনতা মূলক প্রচার করার সঙ্গে সঙ্গে মাস্ক বিলি ও আক্রান্তের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন আমাদের কর্মীরা।নতুন করে হাসপাতাল ও স্বাস্থ্য কর্মীদের চাপ সামাল দিতেই আমরা বিকল্প স্বাস্থ্য পরিষেবার উদ্যোগ নিয়েছি। রিষড়া পুরসভার পুরপ্রশাসক বিজয় মিশ্র বলেন, গ্রীন ভলান্টিয়াররা যে ভাবে এগিয়ে এসেছেন তাতে আমাদের করোনার বিরুদ্ধে লড়াই কিছুটা হলেও সহজ হয়েছে।