কলকাতা , ৪ জুন:- করোনা আবহে রাজ্য সরকারের দেওয়া নির্ধারিত সময়সীমার মধ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কীভাবে হতে পারে, তা নিয়ে রিপোর্ট জমা দিল ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি। বর্তমান পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সুরক্ষিত রেখে কিভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যায় তা নিয়ে আজ সন্ধ্যায় শিক্ষা দপ্তরে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট জমা পড়েছে। ছয় সদস্যের কমিটি শিক্ষা সচিব মণীশ জৈন এর হাতে রিপোর্ট তুলে দিয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। এর আগে আজ বিকেলে কমিটির তৃতীয় বৈঠকে বসে। সেখানেই রিপোর্ট পেশ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরে রিপোর্ট নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার বুধবার
একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে পরীক্ষা নেওয়ার পক্ষেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্র থেকে নয়, তার বদলে বাড়ি থেকে বসেই ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারে। অন্তত এমন প্রস্তাব গত দু’দফার বিশেষজ্ঞ কমিটির বৈঠকে রেখেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বলেই সূত্রের খবর। ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে বাড়িতেই প্রশ্নপত্র পাঠিয়ে যাতে পরীক্ষা নেওয়া যায় সেই বিষয়ে সওয়াল করেছেন খোদ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। কলেজ-বিশ্ববিদ্যালয় বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন। সেক্ষেত্রে উচ্চমাধ্যমিকে কেন সম্ভব নয়? এমনটাই গত দুই দফায় বৈঠকের প্রস্তাব আকারে রেখেছেন সংসদ সভাপতি বলেই সূত্রের খবর।