এই মুহূর্তে কলকাতা

দুয়ারে ত্রাণ প্রকল্পের প্রথম দিনেই কুড়ি হাজারেরও বেশি আবেদন জমা পড়লো।

কলকাতা , ৪ জুন:- সাম্প্রতিক ঘূর্ণিঝড় যশ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরাসরি ক্ষতিপূরণ পৌঁছে দিতে গতকাল থেকে শুরু হওয়া দুয়ারে ত্রাণ প্রকল্পে প্রথম দিনেই কুড়ি হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এই প্রকল্পের আবেদন নেওয়ার জন্য ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পাঁচ জেলা, দুই ২৪ পরগনা দুই মেদিনীপুর ও হাওড়ায় শিবির খোলা হয়েছে। এছাড়া ওই একই সময় টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত বীরভূমের মুরারই ও হুগলির চিনসুরাতেও দুয়ারে ত্রাণ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের আবেদন নেওয়ার জন্য শিবির খোলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। সব মিলিয়ে মোট একশ বাইশটি শিবির খোলা হয়েছে। যেখানে গতকাল থেকে আবেদন নেওয়ার পর্ব শুরু হয়। গতকাল সন্ধে সাতটা পর্যন্ত সব মিলিয়ে দুয়ারে ত্রাণ প্রকল্পের জন্য মোট ২০ হাজার ৩৯৩ টি আবেদন জমা পড়েছে।

উল্লেখ্য সাম্প্রতিক ঘূর্ণিঝড় যশ এর ক্ষতিপূরণ বিলির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুয়ারে ত্রাণ প্রকল্প শুরু করেছেন। যার মাধ্যমে সরকারি আধিকারিকেরা সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ ও ক্ষতিপূরণ পৌঁছে দেবেন। ওই প্রকল্পে আগামী ১৮ ই জুন পর্যন্ত ক্ষতিপূরণের আবেদন গ্রহণ করা হবে। ১৯ থেকে ৩০ তারিখ পর্যন্ত সেই সব আবেদন খতিয়ে দেখে বাছাই করা হবে। এরপরে পয়লা জুলাই থেকে ১৮ ই জুলাই পর্যন্ত সরকারের নির্ধারিত ক্ষতিপূরণের অংক সরাসরি প্রাপকদের ব্যাংক একাউন্টে পৌছে দেওয়া হবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। কোন খাতে ক্ষতিপূরণের অংক কত হবে তা নিয়েও বিস্তারিত নির্দেশিকা ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।