হুগলি, ১২ আগস্ট:- দূর্গা পূজার মিটিং নিয়ে ধুন্ধুমার কান্ড। চটি হাতে তৃণমূলের মহিলা কাউন্সিলরের মারমুখী ছবি ভাইরাল। ঘটনায় দু’পক্ষই পুলিশের দ্বারস্থ হলেও পুলিশ জানিয়েছে কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি। যদি ওই ভাইরাল ভিডিওকে ঘিরে শোরগোল পড়েছে চুঁচুড়া শহরে। ঘটনাটি হুগলি-চুঁচুড়া পুরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল ওলাইচন্ডীতলা এলাকার। স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়া ৫ নম্বর ওয়ার্ডে রয়েছে অজয় সঙ্ঘ নামক ক্লাব। ক্লাবের পাশেই ওলাইচণ্ডীর মন্দির এবং দুর্গাপুজোর জন্য খোলা মাঠ। শতাধিক বছরের পুরোনো ওলাইচণ্ডীর মন্দিরে নিত্যদিন পুজোর পাশাপাশি দোলের পরের শনিবার বার্ষিক পুজো এবং বিরাট মেলা হয়। ট্রাস্টি বোর্ড মন্দিরটি পরিচালনা করে। দুর্গাপুজোর আয়োজন করে অন্য কমিটি।
ক্লাবের নামে রয়েছে নিজস্ব কমিটি। তবে, মূলত ক্লাবের সদস্যরাই ট্রাস্টি ও পুজো কমিটিতে রয়েছেন। ট্রাস্টি থেকে ৫০ হাজার টাকা দুর্গাপুজো কমিটিকে দেওয়া নিয়েই প্রশ্ন তোলেন স্বপন। রিতার দাবি, মন্দিরের উন্নতিকল্পে সাধারণ মানুষের দানের টাকা দুর্গাপূজা কমিটিকে কেন দেওয়া হবে আমার স্বামী এই প্রশ্ন তুলতেই তাকে মারতে উদ্যত হয় কমিটির অন্য কয়েকজন সদস্য। তাই আমি সেখানে গিয়ে জুতো দেখিয়েছি। ভুটান অবশ্য বলেন, দুর্গাপূজা কমিটির ছেলেরাই মন্দির সমস্যায় ছুটে আসেন। মেলায় অনেকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। তাই ৫০ হাজার টাকা তাঁদেরকে দেওয়া হয়েছে। ভুটানের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত অন্য কয়েকজন সদস্যের দাবি, কাউন্সিলর সহ তার স্বামী ক্ষমতার অপব্যবহার করেছেন।