হাওড়া, ৪ এপ্রিল:- দাবিমতো চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ হাওড়ার বাঁকড়ায়। বাঁকড়ার এক বেসরকারি মার্কেটের ওই বস্ত্র ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ব্যবসায়ীর উপর হামলার পাশাপাশি দোকানেও ভাঙচুর হয়। মারধরে জখম হন দোকানে উপস্থিত থাকা ব্যবসায়ীর দুই ভাই। এই ঘটনায় অভিযোগের তীর বাঁকড়ার একটি ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে।
অভিযোগ, এক হাজার টাকা চাঁদা দাবি করা হয় ব্যবসায়ী শেখ শানোয়ার আলির কাছ থেকে। সেই টাকা দিতে অস্বীকার করেন ওই ব্যবসায়ী। তারপরই চলে হুমকি। হুমকির পর বুধবার দু’দফায় হামলা চলে। থানায় অভিযোগ জানানো হয়। ঘটনার তদন্তে নেমেছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।