এই মুহূর্তে জেলা

আগে পুনর্বাসন চেয়ে আরপিএফ’কে বাধা কলোনির বাসিন্দাদের।

হাওড়া , ৪ জুন:- পুনর্বাসনের ব্যবস্থা না হলে কোনওমতেই একজনকেও উচ্ছেদ করা যাবেনা। আরপিএফ’কে সাফ জানাল হাওড়া দাশনগর মেলাতলা সংলগ্ন ১নং রামকৃষ্ণ কলোনির বাসিন্দারা। ওই এলাকায় রেলের জমিতে অস্থায়ীভাবে ঘর বানিয়ে বসবাসকারী বাসিন্দাদের দাবি তারা প্রায় দীর্ঘ কয়েক দশক ধরে এখানে রয়েছেন। ভোটার কার্ড, আধার কার্ড সব রয়েছে তাঁদের। আগে রেলকে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অথবা নতুন ফ্ল্যাট বা পাট্টা দিতে হবে। তবেই তাঁরা এই জায়গা রেলকে ছেড়ে দেবেন। এই বাদানুবাদ ঘিরে শুক্রবার দুপুরে উত্তেজনা ছড়ায়। একটি বাড়ি ভাঙার তোড়জোড় শুরু হতেই এলাকার মানুষ আরপিএফ’কে বাধা দেয়।

ওই কলোনির বাসিন্দা আল্পনা প্রামাণিক বলেন, “আমি এখানে এতোগুলো বছর কাটিয়ে দিলাম। এখন আরপিএফ এসে যদি বলে ঘর ভেঙে দেবো তাহলে আমরা কোথায় যাব ? আমাদের পাট্টা দিক না হলে ফ্ল্যাট করে দিক। আমরা কি সারা জীবন এভাবে দরমার ঘরে বাস করব ? স্থানীয় সূত্রে জানা গেছে, দাশনগর মেলাতলা সংলগ্ন ১নম্বর রামকৃষ্ণ কলোনিতে প্রায় প্রায় হাজারের বেশি মানুষের বসবাস। এদের দাবি এরা দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন। জানা গেছে, বাম আমলে খেটে খাওয়া গরিব মানুষদের এখানে বসানো হয়েছিল। এদিকে, এই ঘটনায় রেল পুলিশের বক্তব্য জানা যায়নি।