কলকাতা , ৩১ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের ত্রাণ ও ক্ষতিপূরণ বিলির ক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে মানবিকতা বজায় রাখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। নবান্নে আজ ঘূর্ণিঝড় বিধ্বস্ত বিভিন্ন জেলার জেলাশাসক ও বিপর্যয় মোকাবিলার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে তিনি এ ব্যাপারে বৈঠক করেন। তিনি বলেন, শুধুমাত্র ইয়াস ও টর্নেডো, বা জল ঢুকে যাওয়ার কারণে যেখানে ক্ষয় ক্ষতি গয়েছে সেখানেই ত্রাণ পাঠানো হবে। দুয়ারে সরকারের মতো দুয়ারে ত্রাণ প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্ত মানুষরা এসডিও, বিডিও অফিসে আবেদন করতে পারবেন। মানুষের অভাব অভিযোগ সহানুভূতির সঙ্গে দেখতে হবে।
বেবি ফুড, পানীয় জল, ত্রিপল বিলির ক্ষেত্রে যেন কার্পণ্য না করা হয় সে ব্যাপারে তিনি স্পষ্ট নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী জানান সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াস এর কারণে কুড়ি হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২.২১ লাখ হেক্টর কৃষি জমির ক্ষতি হয়ে গিয়েছে। ৩১৯৯ টি বাঁধ ভেঙে গিয়েছে। ঘরবাড়ি নষ্ট হয়ে যাওয়ার বা জলে ডুবে থাকার কারণে এখনও বিভিন্ন জেলায় ১২০০ টি ত্রাণ শিবিরে ২ লক্ষ মানুষ রয়েছেন। তাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে এবং মৎসজীবীদের ক্ষতিপূরণের বিষয়টি দেখতে মুখ্যমন্ত্রীর জেলাশাসকের নির্দেশ দেন। পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করতে তাদের দু’দিন অন্তর ভার্চুয়াল বৈঠকে বসতে নির্দেশ দেওয়া হয়েছে।