এই মুহূর্তে জেলা

কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে করোনার ফার্স্ট ডোজের ঠিকা নিলেন বিধায়ক কাঞ্চন মল্লিক।

হুগলি , ২৪ মে:- সোমবার দুপুরে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক কোন্নগর কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে এসে করোনার ফার্স্ট ডোজের ঠিকা নিলেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে কাঞ্চন বাবু বলেন আমাদের দেশে করোনা মহামারী রূপে দেখা দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রীয় সরকার মানুষের জন্য টিকাকরণের কর্মসূচি সঠিক বন্দোবস্ত করেন নি এখনো প্রচুর মানুষ করোনার প্রতিষেধক ইনজেকশন নিতে পারেননি তিনি বলেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে বারে বারে আবেদন জানিয়েছেন। রাজ্যের মানুষরা যাতে সুস্থ থাকতে পারেন এবং তাদের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকার ভ্যাকসিন তা মানুষকে দেয়া হচ্ছে। এর পাশাপাশি বিধায়ক বলেন এই বিধানসভা কেন্দ্রের কানাইপুর পঞ্চায়েতে প্রায় এক লক্ষ পঁচিশ লক্ষ মাস্ক এসেছে। সেগুলি এখানকার ব্লক গুলিতে মানুষের মধ্য বিলি করা হবে। আমাদের এখানকার যিনি প্রধান রয়েছেন আচ্ছালাল যাদব তার নেতৃত্বে করোনার বিরুদ্ধে মোকাবিলা কাজ চলছে এবং সচেতনতার কাজও সুন্দরভাবে হচ্ছে।