এই মুহূর্তে জেলা

পুলিশি তৎপরতায় সাইবার জালিয়াতির পুরো টাকাটা ফেরত পেলেন যুবক।

আরামবাগ, ১৫ ডিসেম্বর:- আবারও সাইবার জালিয়াতির শিকার এক যুবক। খোয়া গিয়েছিলো প্রায় ১২ হাজার একশো টাকা। আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডলের তৎপরতায় দ্রুত টাকা ফেরোত পেলেন যুবক। ওই যুবকের নাম কমলেশ পাল। বাড়ি খানাকুলের ময়াল বান্দিপুর এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে জালিয়াতির পরিমাণ- ১২,১০০ টাকা। কমলেশ গত ২৮/১১/২১ তারিখে এসডিপিও আরামবাগ ফেসবুক পেজে বিষয়টি জানান। তারপর আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডলের বিষয়টি নজরে আসতেই দ্রুত ব্যবস্থা গ্রহন করেন। তিনি বিষয়টি সাইবার ক্রাইম পিএসে রিপোর্ট পাঠান। দ্রুত তদন্ত করে সাইবার ক্রাইম পিএস এর সহায়তায় ১৪/১২/২১ তারিখে ১২,১০০ টাকা উদ্ধার করা হয়। এরপর পুলিশ প্রশাসন খোয়া যাওয়া টাকা ওই যুবককে ফেরত দেওয়ার ব্যবস্থা করে বলে জানা গেছে।

উল্লেখ্য এর আগেও বহু মানুষ আরামবাগ এসডিপিও ফেসবুক পেজে সমস্যার কথা জানিয়ে দ্রুত সমাধান পেয়েছেন। দামী মোবাইল ফোন থেকে শুরু করে টাকা জালিয়াতি ও কোনও জিনিস চুরি যাওয়া সামগ্রি আরামবাগ এসডিপিও ফেসবুক পেজে বিষয়টি জানানোর পর পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহন করেছে। পুলিশের এই ভুমিকায় খুশি এলাকার মানুষ। এমন কি পুলিশের এই রখম পদক্ষেপে ক্রমশ আরামবাগ এসডিপিও ফেসবুক পেজের ফলোয়ার্স বাড়ছে। থানায় যাওয়ার আগে তারা এই ফেসবুক পেজে সমস্যা জানাতে পারছেন।এই বিষয়ে আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল জানান, বিষয়টি আরামবাগ ফেসবুক পেজে লক্ষ্য করি। তারপর বিষয়টি খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেওয়া হয়। খোয়া যাওয়া টাকা উদ্ধার করা গেছে। সবমিলিয়ে আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডলের দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় পুলিশের কাজে সন্তোষ প্রকাশ করে এলাকার মানুষ।