এই মুহূর্তে কলকাতা

হাওড়ায় মন্দির থেকে বিগ্রহ চুরি। পরে উদ্ধার।

হাওড়া, ২৩ মে:- হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় জি টি রোডের উপরে একটি মন্দির থেকে বিগ্রহ চুরির ঘটনা ঘটে। রবিবার সাতসকালে স্থানীয় বাসিন্দারা সেখানে এসে দেখেন মন্দির থেকে মূর্তিটি চুরি গেছে। খবর দেওয়া হয় গোলাবাড়ি থানায়। কিছুক্ষণের মধ্যেই গোলাবাড়ি থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। তারা তদন্ত শুরু করেন। বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়। পরে সেই বিগ্রহ উদ্ধার হয়।

স্থানীয়েরা জানান, এলাকার বহু মানুষ এই মন্দিরে পুজো করতে আসেন। এদিন সকালেও মন্দিরে পুজো করতে আসার সময় তারা দেখতে পান মূর্তিটি নেই। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সিদ্ধিনাথ যাদব জানিয়েছেন, এটি একটি পুরনো মন্দির। রবিবার অনেক রাত পর্যন্ত মূর্তিটি ছিল। অনুমান রাত বারোটার পরে চুরি হয়। এদিকে, এই ঘটনা নিয়ে পুলিশের কোনও বক্তব্য জানা যায়নি। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী জানান, মূর্তিটি ফকির বাগান এলাকা থেকে উদ্ধার হয়েছে। সেই মূর্তি মন্দিরে ফের স্থাপন করা হয়েছে।